মোহাম্মদ শহীদুল্লাহ
লেখক
মোহাম্মদ শহীদুল্লাহ
পিতৃভূমি --ময়মনসিংহ
বর্তমানে শ্যামগঞ্জ, ময়মনসিংহ পেশাগত কারনে অবস্থান। হোমিও ডাক্তার।
প্রকাশিত গ্রন্থ --১)বিষন্ন বকুলের কান্না, কাব্য--২০০৭
২)পুষ্পিতার নীল সুখ,উপন্যাস ---২০০৮
৩)ম্যাঁও ডটকম, শিশুতোষ গল্পের বই, ২০১৪।লেখালেখি ছাড়াও ছবি আঁকি,আবৃত্তি করি।