28 satar

নিমজ্জিত পানকৌড়ি
ডানা ঝাপটা দিলো,
মেঘেরা হেসে ফেললো—ঠিক হলুদাভ আকাশের গায়ে স্কেচ টেনে টেনে
        করায়ত্ত অহংবোধ নিরন্তর
        সাজানো উঠোনে–
        রক্তলাল ঘাম মূল্যহীন,
আক্ষেপের শেষ নেই
স্বপ্নের শেষ নেই।
সাঁতরালেই পেরুনোর আশা নেই—

তবুও জলের ডাকে
ঝাঁপিয়ে পড়েছি,
মগ্নতার আচ্ছাদনে  জলের ভাঁজ খুলে দেখি
সন্তরনে অবিরাম সে ভেসে যায়
বিমর্ষ সরোবরে।

error: Content is protected !!