4A. Ribhu Chatterjee

ঋভু চট্টোপাধ্যায়

লেখক

ঋভু চট্টোপাধ্যায়, কবি, প্রাবন্ধিক, ছোট গল্পকার। লেখেন বাংলা ও ইংরেজি দুভাষাতেই। প্রকাশিত লেখা দেশ, তথ্যকেন্দ্র, আনন্দবাজার পত্রিকা, দৈনিক স্টেটসম্যান ইংরেজি ভাষাতে আ্যামুলেট, কনসিট, পোয়েট্রি প্রোটোকল, ব্রাউন ক্রিটিক, হিবিসকাস সহ বহু ম্যাগাজিন ও অ্যানথোলজিতে। আসল নাম সৌগত চ্যাটার্জী। থাকেন  পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। কাজ করেন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সরকারি স্কুলে শিক্ষক হিসাবে। 

error: Content is protected !!