7. Upekshit Sharma

উপেক্ষিৎ  শর্মা

লেখক

অবসরপ্রাপ্ত ইলেক্ট্রনিক্স ইঞ্জিনীয়ার লেখকের জন্ম কলকাতায় হলেও শিশুকিশোর বয়স কেটেছে রাঢ বাংলার লালমাটির রুখু পরিবেশে। যদিও তার লেখায় এই রুখু মেজাজ একেবারেই অনুপস্থিত। একটু অন্য ধরণের লেখার প্রবণতা আছে লেখালেখির সুরু থেকেই। আশির দশকে লেখালেখি সুরু করলেও নব্বই-এর পরবর্তী সময়ে বিভিন্ন কারণে বেশ কিছুকাল লেখালেখি খুব একটা হয়ে ওঠেনি। পরবর্তীকালে নবোদ্যমে সাহিত্যচর্চ্চায় মনোনিবেশ করেছেন। গল্প, অণুগল্প, কবিতা, ছড়া, ইত্যাদি লেখায় বিশেষ আগ্রহী।

চারটি কাব্যগ্রন্থ ছাড়া কয়েকটি পত্রিকা সম্পাদনাও করেছেন।

 

বর্তমানে “সিরজা” নামে একটি গল্প পত্রিকা সম্পাদনা করছেন।

এই পত্রিকায় প্রকাশিত লেখাগুলি:

.কবিতা

  1. কবিতা
error: Content is protected !!