Profile Tanuka Ganguli

তনুকা গাঙ্গুলী

লেখক

তনুকা গাঙ্গুলি (চাকলানবীশ) ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী একজন সংগীতশিল্পী, লেখক, উনি সংস্কৃতি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের পরিচালনা ও সঞ্চালনা করে থাকেন।  কলকাতার পাঠভবন স্কুলে আবাল্য পড়াশোনার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতক হন। পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রিভারসাইড বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতার প্রশিক্ষণ নেন।

সংগীতারাগী তনুকা অল্পবয়স থেকে রবীন্দ্রসঙ্গীতের তালিম নিয়েছেন সুচিত্রা মিত্রের কাছে।

এই পত্রিকায় প্রকাশিত লেখাগুলি (রচনাক্রম অনুসারে)

error: Content is protected !!