সুব্রত দত্ত
লেখক
বাবা স্বর্গীয় মনমোহন দত্ত পশ্চিমবঙ্গের ডুয়ার্সের ক্রান্তি নামক ছোট্ট জনপদে "দেবীঝোড়া হাই স্কুলে" শিক্ষকতা করতেন। সেই সূত্রে আমার স্কুল জীবন সেখানেই শুরু। তারপর কলকাতার "শ্যামাপ্রসাদ কলেজে" বি.কম পড়া। গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সের পর 1984 সালে প: বঙ্গ সরকারের পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান হিসাবে কোচবিহার জেলার হেমকুমারীর "তরুণ পাঠাগারে' যোগদান।1997-98 সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক। 2001 সালে বদলি হয়ে শিলিগুড়ির "মানিক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পাঠাগারে" যোগদান। যৌবনকাল থেকে গল্প কবিতা লেখার শুরু। 42 বছরের অভিজ্ঞতা রয়েছে মঞ্চ-নাটকের। এখন লেখাই সর্বক্ষণের সঙ্গী। শিলিগুড়ি নিবাসী।