shunyo

কথা বলি এক সব 

শুন  দিয়ে মন 

শুরু থেকে শেষ, আছে 

শূন্য অনুক্ষণ

 

সঙ্গমে এক বিরাট পিতা  

শূন্যে গর্ভ ধারক মাতা 

দশকর্মে দক্ষিণায়ণ 

শূন্য পূজ্য, বহে প্রজনন  

 

শূন্যে বাঁচা, মরি শূন্যে 

শূন্য মেশে  পাপ পুণ্যে 

শূন্য আছে দুঃখ রাগে 

জীবন আর শোক সোহাগে  

 

একের পিঠে শূন্য জুড়ি 

শূন্যে বানাই স্বপ্ন বাড়ি 

দুয়ে পক্ষ, শূন্যাচারে  

পুরুষ, নারীর মিলনদ্বারে

 

চিরশায়িত শূন্য’পরে

শূন্য বিলাস সৃষ্টি তরে

দাঁড়ি শূন্যে খেলছে সে ওই 

জীবন জুড়ে সাপলুডো মই    

error: Content is protected !!