শব্দ . গল্প . কল্প
আমায় স্পর্শ করে সকালের রোদ্দুর
কিম্বা পূর্ণিমার জোৎস্না
অথবা উড়ে আসা ধূলো
নিদেন পক্ষে আমার পায়ের চটিজোড়া
যাদের কারোর প্রতি আমার স্পর্শকাতরতা নেই!
.
অভ্যাসের ভালোবাসা
শ্রমিকের হেঁটে আসা
নিঃসঙ্গ বন্দি জীবন
এদের প্রতি আমি স্পর্শকাতর নই ?
স্পর্শ এখন নিত্যপ্রয়োজনীয় নয়
তাই আমার মৃত্যু সংক্রান্ত উইল কাগজের লেখনি নয়..
শ্যাম্পু করা ঝরে যাওয়া এক গোছা চুল-
স্যানেটাইজ করা হাতে কাগজে মুড়ে
২ নম্বর বইয়ের আলমারির ৪ নম্বর তাকে
অপারেটিং সিস্টেম আর ম্যাক্সিম গোর্কির ফাঁকে
যত্ন করে রাখা আছে|
কোনোমতে মরে যদি যাই,
বেওয়ারিশ লাশ হতে দিয়ো আমায়|
মৃত্যু সংবাদ দিয়ো না কাউকে
শোক যেন নাগাল না পায়|
কোনোমতে বেঁচে যদি যাই
সমস্তরকম স্পর্শকাতরতা ফিরে পাই
তবু ও থাকবো আমি স্পর্শহীন –
গভীর এক প্রেমের অপেক্ষায়|
কুমকুম করিম
লেখক পরিচিতির জন্য এখানে ক্লিক করুন
© 2020 Golpo cloud (গল্প cloud)
Golpo cloud, Cardiff, United Kingdom, CF24 1REE – golpocloud@gmail.com
Website by Red Panda Digital Creations