shapmochon

নাচছে দেখো হাঁসছে ওরা 

হাওয়ার পিঠে ঘোড়সওয়ারী

ডাইনে বাঁয়ে ওপর নিচে

পেরিয়ে অনেক পৃথ্বী বারি, 


হাজার হাজার রাজার কুমার 

ছায়ার সাথে  যুদ্ধে চলে

ঢাল তরোয়াল আর গান্ডীব 

দধীচ  নিথর অস্তাচলে ।


দিনের শেষে সূর্য পাটে 

কেউ হারে না, না কেউ যেতে

নিশুত রাতে গোল হয়ে সব 

বিশ্বরূপে মন্ত্রনাতে,


কাল সকালে আবার হবে 

যুদ্ধছায়া খেলার ছলে 

শাপে মুক্ত নারায়ণী

মৃত সত্য কলির তলে ।।  

error: Content is protected !!