Saree

মুন্নার মা, আপন কন্যার প্রেমিকের সাথে

কোনো এক হেমন্তের প্রাতে

হিরাবন্দরে জমিয়েছিলেন পাড়ি

হুঁশিয়ার পেরিয়ে গেল,

ভালোবাসার গাড়ি

রাত থাকতেই  হয়ে গেল পার

সব্বোনাশ এর আধেক দূয়ার

গলা কাটা লাশ তার 

চেনবার যো নাই 

তাকের উপর  রইলো পড়ে আলগোছে,

ছেড়ে যাওয়া,  

মাসিকের রক্তমাখা

আটপৌরে শাড়ি।

error: Content is protected !!