শম্পা সাহা
লেখক
শম্পা সাহা কলকাতাতে জন্ম। "জীব শিব মিশন কিরণচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়" থেকে মাধ্যমিকের পর "গুরুদাস কলেজ "থেকেই উচ্চমাধ্যমিক ও প্রাণী বিদ্যায় সাম্মানিক স্নাতক। এরপর বিবাহের পর ডি এল এড, বি.এড, পরিবেশ বিদ্যায় স্নাতকোত্তর করে বর্তমানে "সিদ্ধেশ্বরীতলা ইন্সটিটিউশনের" জীববিদ্যার শিক্ষিকা।
বাংলা, ইংরেজি, হিন্দি তিন ভাষাতেই সাহিত্য চর্চার প্রয়াস। দেশ ও মানুষ, স্টোরি অ্যান্ড আর্টিকেল, টেক টাচ টক, চার লাইনের কবি, মেগা পেপার , জোরবা বুক, লেখনী প্রভৃতি ই-ম্যাগাজিনে লেখা প্রকাশের সঙ্গে সঙ্গে সাহিত্য চর্চার প্রচেষ্টা। ২০২০ নভেম্বরে গল্পসংকলন প্রকাশ আনন্দ প্রকাশন থেকে।