আমি গত দশ বছর হলো লেখা লিখি করছি। আমি একজন সাধারণ গৃহবধূ। লেখালিখি আমার শখ। এর আগে ছোট গল্প আর কবিতা লিখে প্রখ্যাত সাহিত্যিক দুলেন্দ্র ভৌমিকের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছি। এছাড়া বিভিন্ন little magazine এ ও লিখেছি। আমার দুটি কবিতার বই ও প্রকাশিত হয়েছে।
এই পত্রিকায় প্রকাশিত লেখাগুলি পড়ার জন্য চোখ রাখুন এখানে