rana

ঘোর বন। 

মস্ত গাছ

ঝুপসী পাতা। 

সূর্য  সোনা।

সরু সুতো।

পাতার ফাঁকে 

আলোর তীর।  

মাটি ছোঁয়া – 

পাতার ছায়া

ছোট্ট পাখি 

লাল হলুদ।

তীক্ষ্ম ঠোঁট 

ফলে ঠোকর- 

আধখাওয়া ফল

খসে পড়ে। 

হরিণ খায়,

ছায়ায় হারায়

গায়ে ছোপ 

খয়েরী সাদা।

ঝোপের মাঝে

কমলা কালো 

স্থির চোখ 

ল্যাজের টোকা 

বিরাট লাফ 

ঘাড়ের শিরা 

দাঁতের জাঁতায় 

শব্দ শেষ 

ধূলিসাৎ  

উখোজিভ

কসাইদাঁত 

ছেঁড়ে মাস

সাদা হাড়

শব্দ মট

অস্থিসার।

খাওয়া খতম

মগ্ন দুপুর 

শান্ত ঘুম 

মুখের কাছে

মাছি ওড়ে।

ঘুমতা ঘুমায় 

রাজা ঘুমায়।

আঁধার যখন

ঘন হবে

অসীম বলী

উঠবে তবে। 

ঘুমের পরেই – 

আবার খোঁজা 

ভালোবাসার 

সাথী এবার।

ধীরে ধীরে 

বয়স হবে 

বাড়বে ক্লান্তি 

কমবে খাওয়া।  

তারপর ফের

পুত্রহাতে

যুদ্ধ শেষে 
মারা যাওয়া।

error: Content is protected !!