রাণা চ্যাটার্জী
লেখক
রাণা চ্যাটার্জী , সাহিত্যের প্রতি অকুন্ঠ ভালোবাসায় সৃষ্টি করে চলেছেন কবিতা, গল্প, নিবন্ধ। ইতিমধ্যে যুক্ত হয়ে লিখেছেন" এইসময়" দৈনিক "কৃত্তিবাস মাসিক", শিশু পত্রিকা , ডেলি হান্ট-সব খবর সাহিত্যে। কলম ধরেছেন দেশ বিদেশের নানা ব্লগে নিয়মিত। এসেছে "নক্ষত্রানি সম্মান"," কিশোর ভারতী" গল্পকার সম্মান। স্বজন সাথী সম্মাননা, নন্দিনী সেরা অণু গল্পকার সহ মুকুর পারিবারিক সম্মান সহ আরো।
পৌর দপ্তরে কাজের পাশেই ভাবুক মন আঁকিবুঁকি কাটে কল্পনার ক্যানভাসে। কার্টুন ও হাতের কাজের প্রতি রয়েছে ভেতরের ভালোবাসা।
প্রকাশিত কাব্যগ্রন্থ , 'মেঘ বালিকা তোমায়', "এক মুঠো মেঘ নিয়ে এসো", "নাভিপদ্ম", "ছন্দে ছড়ায় জীবন" ও "কস্তুরী মৃগ" একক গল্প গ্রন্থ।