প্রতীক মিত্র
লেখক
প্রতীক মিত্র,
নিবাস কোন্নগর, পশ্চিমবঙ্গ, ভারত।
কবিতা,গল্প দুটোই সমান ভালো লাগে।বাংলার পাশাপাশি ইংরেজিতেও তার লেখা বিভিন্ন পত্রিকা যেমন জলধি, ছন্দম, indian periodical ইত্যাদিতে ছাপা হয়েছে।লেখার পাশাপাশি বই পড়া, সিনেমা দেখা তার ভালো লাগার বিষয়।পেশায় উনি ইংরেজি ভাষার শিক্ষক।