আমি নন্দিনী, কলকাতা তে থাকি। আমার কাজের জগৎ ছোটো ছোট বাচ্ছা দের নিয়ে। এর সঙ্গে গল্পের বই পড়া, গান শোনা, সিনেমা দেখা, এখন এর সঙ্গে যোগ করেছি ওয়েব সিরিজ দেখা। আর এই সবের মধ্যে একটু আধটু মনের কথা লেখা। আমার এই মনের কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।
এই পত্রিকায় প্রকাশিত লেখাগুলি পড়ার জন্য চোখ রাখুন এখানে