মৌসুমী বন্দ্যোপাধ্যায়
লেখক
মৌসুমী বন্দ্যোপাধ্যায় । জন্ম পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় । পড়াশোনা বাণিজ্য বিষয় নিয়ে হলেও শৈশব থেকে সাহিত্য প্রীতি । সাপ্তাহিক বর্তমান, আজকাল রবিবাসর, কথাসাহিত্য, গল্পপাঠ, পুরুলিয়া দর্পণ, ভবিষ্যত সহ বিভিন্ন বাণিজ্যিক, অবাণিজ্যক মুদ্রিত ও ওয়েব ম্যাগাজিনে গল্প, অণুগল্প ও কবিতা প্রকাশিত হয়েছে । প্রকাশিত হয়েছে একটি একক অণুগল্পের সংকলন শপিজেন বাংলা থেকে । এছাড়াও বহু যৌথ সংকলনে প্রকাশিত হয়েছে গল্প, অণুগল্প ।