মানিক দাক্ষিত
লেখক
মানিক দাক্ষিত, স্থায়ী বাসস্থান কলকাতা। জন্ম ১৯৫৪ সালের
১৯ জানুয়ারী।
লেখাপড়া : কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।
অল ইণ্ডিয়া ইনস্টিটিউট লোকাল সেলফ গভর্ণমেণ্ট,
বোম্বে থেকে পাবলিক হেলথ এণ্ড স্যানিটেশনের
ওপর ডিপ্লোমা। হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রিতে
প্রথম শ্রেণীর ডিপ্লোমা।
কর্মজীবন: কলকাতা পৌরসংস্থায় স্বাস্থ্যবিভাগে
অতি দায়িত্বপূর্ণ পদে ছিলেন কর্মরত। বর্তমানে
অবসরপ্রাপ্ত।
প্রাপ্তি : অসংখ্য মানুষের অকৃত্রিম ভালবাসা।
সাহিত্যে অনুরাগ ছোটবেলা থেকেই।
১৯৮৪ সালে কলকাতার নেতাজী নগর কলেজ
থেকে একাঙ্ক নাটক প্রতিযোগিতায় পেয়েছেন
সেরা নাট্যকারের সম্মান ও পুরস্কার্। পেয়েছেন
'পারিজাত সাহিত্য রত্ন', 'নমিতা বিশ্বাস স্মৃতি
সাহিত্য পুরস্কার', 'পারিজাত সাহিত্য সম্মান',
আলাপী মন ওয়েব ম্যাগাজিনের পক্ষ থেকে
'শারদ সাথী সাহিত্য সম্মাননা', 'প্রাঙ্গন সাহিত্য
সাধক সম্মাননা, 'কাব্যতরী ভাষাসাহিত্য সম্মাননা'
এছাড়াও পেয়েছেন বহু সাহিত্য পরিবার থেকে
স্মারক সম্মাননা ও পুরস্কার্। বিভিন্ন পত্র
পত্রিকায় প্রকাশিত হয় তার লেখা।
লেখকের প্রকাশিত গ্রন্থ : কবিতা সংকলন--
'চাঁদের মুখে রক্ত', 'চেতনা', 'রাগে অনুরাগে',
'চেতনা তুমি এসো', 'তুমি কত সুন্দর' (গল্প
সংকলন), চক্ষুদান, (নাটক), 'জানোয়ার'(নাটক),
'শরীর সুস্থ রাখুন' (স্বাস্থ্য বিষয়ক), 'সংকল্প'
(উপদেশমূলক)।
সম্পাদিত গ্রন্থ : 'কাব্যে আনন্দধারা', 'চেতক',
'৫এ পঞ্চবাণ'।
প্রতিষ্ঠাতা, সম্পাদক: আনন্দধারা সাহিত্য পত্রিকা।