শব্দ . গল্প . কল্প
– অহ লখিন্দর জাও কই? ই ভেলায় ভেস্যে ভেস্যে?
– দেখতে লারছ? কান্যা নাআকি?
বেউলা লি জাচ্ছে আমার পরান্ড্যা ফিররে আনার জন্যি
– হাহাহাহাহাহাহাহ
– হাসতিছ বড়?
– হাসব লয়? হাসির পারা কাম করলে ত্যো হাসতেই হবেক গো
– কেন্যে? আমার পরান্ডা ফিরর্যে পাওয়া হাসির হল্য?
– আরে তুর পরান্ডা ফিরর্যে ইনে দিব্বে তুকে তোর বউ,
সন্দেহ লাই রে বেট্ট্যা; উ খমতা উ’র আছে রে
– তব্বে?
– তবে বউ’র পিরিত সোহাগ কি আর ফিরর্যে পাব্যি রে?
সে তো পিরিতির ছোবল খ্যেছে, তুর অনেক আগ্যেই।
তু ওর কাছ্যে এমনিই মরা রে.. হাহাহাহাহাহ;
তুর বাসর ঘরে সেই সাপ, তুকে না মেরে জদি
তুর ভালবাসা মেররে ফেল্যে যেত, বেইচ্যে জিতিস রে;
অহ লখিন্দর.. এই ভালবাসা ছাড়া জীবন ফির্যে এনে তু করবি’টা কি?
অহ লখিন্দর.. কথা কোস না কেনে?!
অহ লখিন্দর..
দেবলপুত্র গুঞ্জন লেখক পরিচিতির জন্য ক্লিক করুন
© 2020 Golpo cloud (গল্প cloud)
Golpo cloud, Cardiff, United Kingdom, CF24 1REE – golpocloud@gmail.com
Website by Red Panda Digital Creations