23. Juthika Saha

যুথিকা সাহা

লেখক

স্কুলজীবনে ম্যাগাজিনে ছোট একটা লেখা দিয়ে শুরু।বাড়িতে খাতায় ,ডায়রির পাতায় মনের সব কথাগুলো কে লেখা । ছোটবেলায় মফঃস্বল শহরের গ্ৰামে থাকতাম, সেখানকার বিভিন্ন মানুষের সাথে মেলামেশা, মোট কথা গাঁ গঞ্জ চষেই বেড়াতাম একরকম। আমি জমিদার বাড়ির ছোট মেয়ে, বাড়ির বাইরে পড়াশুনা বাদে অন্য মেয়েরা খুব একটা বেরোতে পারতো না । আমার বাবার আদরই হয়তো সে সাহস জুগিয়েছিল, তাই চোখের দেখা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই লেখা। পরবর্তী জীবনে কোলকাতা তে আমার নমস্য শ্রদ্ধার ও পিতৃতুল্য মহান মানুষ মিত্র ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শ্রী বাঁশরী মোহন ভট্টাচার্য  মহাশয়ের হাত ধরে সপ্তর্ষি শিশু সংগঠনের বাৎসরিক পত্রিকায় প্রথম লেখা গল্প প্রকাশিত হয়। এরপর কাগজকলম সাহিত্য পত্রিকা /মুজনাই অন লাইন সাহিত্য/সাঁকো সাহিত্য /শঙ্খচিল আন্তর্জাতিক /পৌষালী/সোনার তরী /যুথিকা সাহিত্য /নীল দিগন্তের নীল পালক/আনন্দকানন পত্রিকা শুধুমাত্র ছোটদের জন্য /এছাড়া স্টোরি মিরর, শব্দদ্বীপ, সেতু সাহিত্যাকাশ ও চুপকথারা, খেয়ালীখাম বিভিন্ন জায়গায় ওই একটু আধটু লেখা দেওয়া। এছাড়া শ্রদ্ধার বিশিষ্ট মানুষের হাত ধরে সান্নিধ্যে শ্রুতি নাটকের জগতে, চলচ্চিত্রের জগতে কিছু কাজ করা।

এই পত্রিকায় প্রকাশিত লেখাগুলি পড়ার জন্য চোখ রাখুন এখানে 

error: Content is protected !!