শব্দ . গল্প . কল্প
জল বন্দি বোতলে,
সূর্য ডুবে গেলে নুড়ি
জলের অতলে ।
তুমি না সরালে
কে সরাবে কুয়াশা অঙ্গীকার ?
চাঁদের পিঠে হামাগুড়ি
দিয়ে উঠে পড়ো ,
নিয়ে যাও কস্তুরী ঘ্রাণ
আমিও ছাতিমের
শিকড় পুঁতি জ্যোৎস্না গভীরে ।
আমাদের দেখা হয় না
গোল চাঁদের আলোয় ,
কনকনে বর্ণমালা রাত
পড়ে থাকে অপেক্ষার তারা নিয়ে ।
যোজনগন্ধা ১ এর জন্য এখানে ক্লিক করুন
যোজনগন্ধা ২ এর জন্য এখানে ক্লিক করুন
যোজনগন্ধা ৩ এর জন্য এখানে ক্লিক করুন
যোজনগন্ধা ৪ এর জন্য এখানে ক্লিক করুন
শ্যাম সুন্দর গোস্বামীলেখক পরিচিতির জন্য এখানে ক্লিক করুন
© 2020 Golpo cloud (গল্প cloud)
Golpo cloud, Cardiff, United Kingdom, CF24 1REE – golpocloud@gmail.com
Website by Red Panda Digital Creations