ghora

আমার অশ্বমেধের ঘোড়া আর ফেরে নি। ও জানত ওর ভবিতব্য। বাকিদের মত নিজের পরিচয় আর আনুষঙ্গিক বীরগাথা ওকে হরষিত করতে পারে নি। ও আমার মত। তাই আমিও চাই নি ও ফিরে আসুক।


তোমরা যেটাকে ফিরে আসা ভাবছ সেটা তো একটা বিরাট পালিয়ে যাওয়া। আসলে আমিও তো আর ফিরিনি কোনদিন নিজের কাছে, অন্য কারো কাছে । 

 

সিংহাসন, রাজটীকা, উষ্ণীষ, সব ফেলে রাখা আছে  


আমার অশ্বমেধের ঘোড়াও আর ফেরে নি।

 

তুমি আমায় কোন একদিন ফিরিয়ে এন। ফিরব। তোমার পায়ে এনে দেব নতুন করদ রাজ্য। এক হয়ে যাব আমি আর আমার অশ্বমেধের ঘোড়া, তারপর,

 
তোমার রাজসূয় যজ্ঞের আয়োজনে বলি দেব নিজেকে। 

error: Content is protected !!