ড. শুভ্র দৃপ্তনীল
লেখক
সাহিত্যের প্রতি বিশেষ আকর্ষণে আমার লেখক সত্তার আবির্ভাব। আমার পিতৃপ্রদত্ত নাম জেরী জুলিয়াস রোজারিও হলেও আমি ছদ্মনামে লেখালেখি করি। আমি মূলত ড. শুভ্র দৃপ্তনীল নামে লিখি। বর্তমানে কলেজে অধ্যয়ন করছি। পড়াশোনার পাশাপাশি সাহিত্যে বিশেষ আগ্রহের কারণেই লেখালেখি করি। আপনাদের জন্য রইল লাল গোলাপের শুভেচ্ছা। সাহিত্য প্রচারণার জন্য গল্প Cloud এর জন্য রইল শুভেচ্ছা। শুভ হোক পথচলা।