দীপক কুমার কুন্ডু
লেখক
বলেছিলাম একটা লেখক পরিচিতি লিখে দেওয়ার জন্য। একটা সস্নেহ ধমক - 'আমাকে তো তুমি চেনো, কিছু লিখে দাও না। তাই লিখছি - শ্রী দীপক কুমার কুন্ডু মহাশয়ের লেখক পরিচিতি, থুড়ি পরিচিতি।
শ্রী দীপক কুমার কুন্ডু আমার কাছে 'দীপক কাকু'। পরোপকারী, আমুদে ও নিপাট ভদ্রলোক দীপক কাকু ও ওনার স্ত্রী আমাদের পারিবারিক সুহৃদ ও আপনার জন।
প্রথম জীবনে 'ক্যালকাটা টেলিফোনস' এ কর্মরত ছিলেন। পরবর্তীকালে যুক্তরাজ্যে থেকে গণিত ও সংখ্যাতত্ব নিয়ে পড়াশোনা করে ব্রিটিশ গ্যাস এর অপারেশন্স বিভাগে উচ্চপদে আসীন ছিলেন বহুদিন। অবসর গ্রহণের পরে একাধিক সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত আছেন।
লেখালেখির অভ্যেস দীর্ঘদিনের, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই লিখে থাকেন। ছোট গল্প, ফিচার, কবিতায় সমান স্বচ্ছন্দ।
(অনির্বাণ মুখোপাধ্যায় দ্বারা লিখিত)