cropped-Logo-2.jpg

অশ্বমেধের ঘোড়া

আমার অশ্বমেধের ঘোড়া আর ফেরে নি। ও জানত ওর ভবিতব্য। বাকিদের মত নিজের পরিচয় আর আনুষঙ্গিক বীরগাথা ওকে হরষিত করতে পারে নি। ও আমার মত। তাই আমিও চাই নি ও ফিরে আসুক।

cropped-Logo-2.jpg

শাড়ি

মুন্নার মা, আপন কন্যার প্রেমিকের সাথে
কোনো এক হেমন্তের প্রাতে
হিরাবন্দরে জমিয়েছিলেন পাড়ি
হুঁশিয়ার পেরিয়ে গেল,

cropped-Logo-2.jpg

মোম-জ্যোৎস্নার কান্না

মনের পাতায়, তোমার মুখের ছবি রেখেছি,
ইচ্ছে মত কথা বলে, আমি সময় কাটানো ধরেছি।
তুমি আমার সেই চিঠিটা, পেয়েছো কি না, জানিনা,
পাঠানোর পরে, খবর নিতে পারিনি, তোমরা চলে গেলে কিনা!

cropped-Logo-2.jpg

কর্কশ

তোমাকে ছুঁয়ে দেখেছি। কর্কশ।
তোমার চোখের পাতা ছুঁয়েছি। ধূলিমাখা।
তোমার বাহু ছুঁয়ে বুঝেছি তুমি অনাদি উর্ধবাহু।
চন্দ্রালোকিত রাতে তোমায় বন্ধ চোখে দেখেছি।