খবর হবে এই ইচ্ছায়, তাপমাত্রা
৩৪ থেকে ৩৫
৩৫ থেকে ৩৬, তারপর
৩৬ থেকে সোজাসুজি ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
তবু মন গলেনি,
কতদিন আইসক্রীমের স্বাদ,
বরফ জলে কুলকুচি
ফ্রীজের দরজা হাট করে
লাল তরমুজের লোভ,
এসব সামলে কোলকাতা
থেকে কার্ডিফ,
খবর হবে এই ইচ্ছায়, তাপমাত্রা
৩৪ থেকে ৩৫
৩৫ থেকে ৩৬, তারপর
৩৬ থেকে সোজাসুজি ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
তবু মন গলেনি,
কতদিন আইসক্রীমের স্বাদ,
বরফ জলে কুলকুচি
ফ্রীজের দরজা হাট করে
লাল তরমুজের লোভ,
এসব সামলে কোলকাতা
থেকে কার্ডিফ,