আমার অশ্বমেধের ঘোড়া আর ফেরে নি। ও জানত ওর ভবিতব্য। বাকিদের মত নিজের পরিচয় আর আনুষঙ্গিক বীরগাথা ওকে হরষিত করতে পারে নি। ও আমার মত। তাই আমিও চাই নি ও ফিরে আসুক।
তিনি আর উনি
‘আনন্দ, আমার পিঠ ব্যাথা করছে
গলা জ্বলছে, শূল বেদনার মতো আঘাত করছে ওই নস্ট শূকর মেদ
আমার উদরদেশে
দানবপুরী….
ঘুমপাড়ানি মিডিয়ামাসি মোদের ঘরে এসো
খাট নাই, সোফা নাই
ভয় পেতে বোসো। ধীরে ধীরে ফিরে চলো
সাত সাগরের পারে
যোজনগন্ধা ৪
যোজনগন্ধার হাতে ছাতিমের চারা
পবিত্র ধর্মভূমির
মাটিতে হিংসার দাগ
আমরা সেখানেই মাটি খুঁড়ি
মোম-জ্যোৎস্নার কান্না
মনের পাতায়, তোমার মুখের ছবি রেখেছি,
ইচ্ছে মত কথা বলে, আমি সময় কাটানো ধরেছি।
তুমি আমার সেই চিঠিটা, পেয়েছো কি না, জানিনা,
পাঠানোর পরে, খবর নিতে পারিনি, তোমরা চলে গেলে কিনা!
বাবা আমার ক্ষুদে ইভান
আমার বাবা ছবি লেখে
গল্প আঁকে আঁচড়ে,
আমার বাবা হাওয়ার সাথে কথা বলে
ঘোড়া চালায় বাতাসে;