cropped-Logo-2.jpg

বৃষ্টি দিনের ছড়া

ভোরের থেকে বৃষ্টি পড়ে, পড়ে টাপুর টুপ্
বৃষ্টি পেয়ে গাছেরা সব ভিজছে মজায়, চুপ!
সূর্য আজ উঠলো নাকো আবছা অন্ধকারে,
বৃষ্টি ঝরে ফিস্ ফিসিয়ে কিংবা মুষলধারে!

cropped-Logo-2.jpg

আমার মধুমতী

আমার হৃদয় খুঁড়লে একটা মধুমতী পাবে,
যার চরাচর জুড়ে পাখির আনাগোনা।
আমার প্রার্থনায় সে নদী বাস করে,
পাশে বসে, কানে কানে শুনিয়ে যায় বাদলা দিনের ঝমঝম সুর।

cropped-Logo-2.jpg

অহ লখিন্দর

– অহ লখিন্দর জাও কই? ই ভেলায় ভেস্যে ভেস্যে?
– দেখতে লারছ? কান্যা নাআকি?
বেউলা লি জাচ্ছে আমার পরান্ড্যা ফিররে আনার জন্যি
– হাহাহাহাহাহাহাহ

cropped-Logo-2.jpg

বাতাসের ঠিকানা খুঁজি

বছরের পর বছরের এভাবে প্রশ্নহীন হয়ে আছি । আমি তো জানতে চাই নি তোমার ভাষা কি? কিংবা তোমার নাম? তোমার ঠিকানা? তুমিও প্রশ্ন না করে দিনের পর দিন আছো নক্ষত্রের আলো নিয়ে।