বিষ্ণুপদ ব্যানার্জী
লেখক
আমি বিষ্ণুপদ ব্যানার্জী, বাঁকুড়ার কুচিয়াকলে জন্ম নিই। আমি পুনা থেকে MBA করি ও MNC তে কর্মরত। কর্মের সাথে সাথে আমি কবিতা লিখি, বর্তমান বছরে আমার 73 টি কবিতা প্রকাশ পেয়েছে। আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আদর্শে বিশ্বাসী। প্রতিদিন স্বামীজির যে কোনো বই পড়ি নিয়মিত ভাবে।