Profile Jayanta Banerjee

দুর্বার (জয়ন্ত ব্যানার্জী)

লেখক

লেখালিখির অভ্যাস ছোটবেলা থেকেই। সাংসারিক  গতানুগতিকে সে অভ্যাস ধামাচাপা পড়েছিলো। ফেসবুকের কল্যাণে তাৎক্ষণিক লিখে প্রকাশ করার সুবাদে, ফের আত্মপ্রকাশ। নিয়মিতভাবে ফেসবুকে লেখালিখির সাথে বইয়ের আকারে কিছু সংকলনও প্রকাশিত হয়েছে।

 

একক সংকলন – জয়ের পাতা  (প্রথম খণ্ড) – চক্রবর্তী এণ্ড সন্স পাবলিকেশন – কলকাতা এপ্রিল ২০১৯

 

মিশ্র সংকলন:

নির্বাচিত স্বগতোক্তি – রোদরং প্রকাশনা – কলকাতা – বইমেলা ২০১৯

এপার ওপার – প্রিয়ন্তী প্রকাশনী – ঢাকা – রবীন্দ্রজয়ন্তী ২০১৭

সময়ের কাব্য – চতুর্দিক প্রকাশন – ঢাকা – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ (অমর ২১শে গ্রন্থমেলা ২০১৭)

শূন্য মরূদ্যানে তৃষিত গোলাপ – ফাল্গুনী প্রকাশনী – ঢাকা সেপ্টেম্বর ২০১৭

 

 

এছাড়া অনেক পত্রিকা ও লিটল ম্যাগাজিনে ছেপে প্রকাশিত হয়েছে অনেক কবিতা।

এই পত্রিকায় প্রকাশিত লেখাগুলি

error: Content is protected !!