আমি কল্যানী ঘোষ, ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো তে থাকি। লেখালিখি আমার নেশা। ভূগোল নিয়ে মাস্টার ডিগ্রী পাস করে ভারতে তথ্য ও প্রযুক্তি বিভাগে বহু বছর কাজ করার পর এদেশে আসা। বর্তমানে আমার শহরে একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে বিশেষ ভাবে সক্ষম বিভাগের resource specialist হিসেবে কর্মরত।