jojon gondha 3

আমি তোমাকে ঘেন্না করি

এই বলে ঘেন্নার ঘ্রাণ নিয়ে

অরণ্য গভীরে চলেগেল যোজনগন্ধা,

আমি আজও কস্তুরি গন্ধে মেতে উঠি। 

 

আমি সারাজীবন একটাই কবিতা 

লিখব বলে 

বুকের ভেতর প্রেম রাখি। 

 

আমি সারাজীবন একটাই প্রেম

লিখব বলে

বুকের ভেতর যোজনগন্ধা রাখি। 

 

আমি যোজনগন্ধা 

লিখব বলে

বুকের ভেতর জীবন রাখি। 

 

আমি জীবন নিয়ে 

লিখব বলে

বুকের ভেতর মৃত্যু রাখি। 

 

আমি মৃত্যু নিয়ে 

লিখব বলে

বুকের ভেতর চিতাকাঠ সাজাই। 

 

আমি চিতাকাঠে আগুন

দেব বলে

ঘেন্না রাখি বুকের ভেতর। 

 

আমি ঘেন্না নিয়ে লিখব বলে

কস্তুরী ঘ্রাণ রাখি 

বুকের ভেতর ।

 

      তুমি যখন ঘেন্না করো

       তখন সহজ সব কিছু

       তুমি যখন ঘেন্না প্রমাণ

        মৃত‍্যু তখন শ‍্যাম সমান ।

     

© 2020 Golpo cloud (গল্প cloud)

Golpo cloud, Cardiff, United Kingdom, CF24 1RE
E – golpocloud@gmail.com 

error: Content is protected !!