কাবেরী দাস
লেখক
আমি কাবেরী দাস। বাংলাদেশের সুনামগঞ্জ এ জন্ম। বাংলাদেশের উত্তর-পূর্বে ভারতের মেঘালয়, চেরাপুঞ্জীর কোল ঘেষা শহর সুনামগঞ্জ। ঢাকা সিটি কলেজ থেকে মার্কেটিং এ স্নাতক করেছি। বর্তমানে ইউকে তে বসবাস করছি। এই মুহূর্তে সংসার এবং সন্তান নিয়ে আমার জীবনের আবর্ত। ভাল লাগা থেকে লেখালেখি করি। জীবনের ছোট ছোট গল্প গুলো লেখার মাধ্যমে বলার চেষ্টা করি। বই পড়তে ভীষণ ভালবাসি।