নূর কিবরিয়া পলাশ
লেখক
কবি নূর কিবরিয়া পলাশ ১৯ জুলাই, ১৯৭৩ সালে টাংগাইল জেলার ঘাটাইল উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন । বাবা মুক্তিযোদ্ধা এস,এম, আব্দুল কুদ্দুছ তালুকদার (অনরারি ক্যাপ্টেন-এ,ই,সি) বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষাকোর থেকে অবসর প্রাপ্ত এবং মা মরহুমা নূর জাহান বেগম একজন গৃহিণী ছিলেন। চার ভাই বোনের মধ্যে তিনি সবার বড় । ছোটবেলা থেকেই তিনি সাহিত্য অনুরাগী । দেশের ভেতরে এবং বাহিরে বিভিন্ন সাহিত্য ম্যাগাজিন ও পত্র-পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়ে আসছে । পরবর্তীতে কর্ম জীবন এবং লেখালেখিতে ধারাবাহিকতা বজায় রাখেন । তার প্রথম যৌথ কাব্যগ্রন্থ “ হৃদয়ে স্মৃতির বন্ধন ” ২০১৮ সালে বাংলা একাডেমীর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে । যৌথ কাব্যগ্রন্থ যথাক্রমে কবিতার কলরব, মেঘবালিকার কাব্যকথা, রোমাঞ্চের নীলপদ্ম, কাব্যকথা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে । বর্তমানে তিনি একটি গ্রুপ অব কোম্পানিতে চাকুরীরত আছেন । তার প্রথম একক কাব্যগ্রন্থ “সাদাকালো মন” এবং দুই বাংলার কবিদের নিয়ে প্রথম যৌথ অনুকাব্য গ্রন্থ “সাধের খাতা ”২০১৯ ইং বাংলা একাডেমী বই মেলায় প্রকাশিত হয়েছে ।
সৃজনশীল লেখার মাধ্যমে তিনি বিভিন্ন সাহিত্য গ্রুপ থেকে সম্মামনা লাভ করেন । ২০২০ অমর একুশে গ্রন্থ মেলায় একক অণু কাব্যগ্রন্থ- অনুভূতির অনুভব, শিশুতোষ ছড়া-শিশু ফুল প্রজাপতি এবং ভারত ও বাংলাদেশ এই দুই বাংলার কবিদের নিয়ে আরও দুটি যৌথ কাব্যগ্রন্থ একযোগে প্রকাশিত হয়েছে ।