শব্দ . গল্প . কল্প
‘অরণ্য পথে হাঁটতে হাঁটতে
আমি যখন এক একটা গাছের
গল্প বলছিলাম তোমাকে
তুমি তখন শিশিরসিক্ত বীজ
কুড়িয়ে রাখছিলে আঁচলে ।
বলেছিলে নদী ঋতুমতী হলে
বীজ বপন করবে তুমি ।
এই বলে,যোজনগন্ধা চলে গেল
অরণ্য গভীরে ।
আমিও দেখেছি নদীর জল
লাল । ভেবেছি নদীও
ঋতুমতী হয় তবে !
ফের
অরণ্য ছেড়ে একা ফিরি এ তল্লাটে,
শহুরে কোলাহলে ভুল ভাঙে
আমার । ঋতুমতী নয়,
মানুষেরই যৌন নিগ্রহের শিকার এক শিশু।
শিশুর যন্ত্রণায়
রক্তাক্ত নদী,
চিৎকার করে ডাকি
যোজনগন্ধা শোন,
সময় হয়নি
সময় হয়নি এখনও
বীজবপনের ।
যোজন পেরিয়ে সে পথ
গন্ধা শুনেছ কি শিশুটির অরণ্য রোদন ?
প্রথম কবিতা, যোজনগন্ধা সিরিজ
শ্যমসুন্দর গোস্বামী।
৩/১২/২০১৭ রাত ১ টা
যোজনগন্ধা ২ এর জন্য এখানে ক্লিক করুন
যোজনগন্ধা ৩ এর জন্য এখানে ক্লিক করুন
শ্যাম সুন্দর গোস্বামী লেখক পরিচিতির জন্য ক্লিক করুন
© 2020 Golpo cloud (গল্প cloud)
Golpo cloud, Cardiff, United Kingdom, CF24 1REE – golpocloud@gmail.com
This website has been developed on WordPress by Red Panda Digital Creations.