monta bhalo nei

সকালের চায়ের চুমুকে যেন কোনো অঙ্ক  মিললো না।

বেশ তো আছি?

সাধ মিটিয়েও, মন ভরলো না।

জরার হাতছানির মাঝে আমরা আজ থাকি,

তাও, বিনীদ্র রজনী স্বার্থপরের চোখেও প্রকাশ পেলো না।

 

আমাদের এই জাতির কাঁধে এত ভার দেখিনি,

দেখিনি রোগে হার মানা শত মৃতদেহের জ্বলন্ত শিখা।

ফিরে গেলো কত প্রতিভাবান,

পৃথিবীর যাত্রামাঝে শুধু যন্ত্রনার শেষ শয্যা।

 

মন সত্যি ভালো নেই,

কি করে ভাল থাকি?

সদ্য ফোটা ফুল ও পড়ে যাচ্ছে,

আমাদের ই ভাই বোনের এ কি পরিনতি।।

error: Content is protected !!