amar modhumati

আমার হৃদয় খুঁড়লে একটা মধুমতী পাবে,

যার চরাচর জুড়ে পাখির আনাগোনা।

আমার প্রার্থনায় সে নদী বাস করে,

পাশে বসে, কানে কানে শুনিয়ে যায় বাদলা দিনের ঝমঝম সুর।

আমার আবেগ কুড়োলে
  সে নদীর ছবি পাবে,

পরনে তার সূর্যাস্তের লালিমা,কপালে গোধূলির সবিতা।

মধুমতী
  আমার স্বপ্নে ঘুরে ফিরে আসে,

ঘুমের ভিতর রোজ হাতরে বেড়াই তাকে  বার বার।

আমার মন জানলায় সে নদীর
  পলিমাটি জমে,

জলতরঙ্গ এসে ভাব জমিয়ে যায়।

মনের আয়নায়
  মধুমতীর জল বাড়ে জোয়ারে,

নুপুর পরা পায়ের পাতা ডোবানো হয় না।

মধুমতী, তোমায় কখন ও
  ছুঁয়ে দেখা হয়নি,

অনুভব করা হয়নি তোমার হৃদস্পন্দন।

কল্পনায় তোমার কাছে আমার
  আনাগোনা,

 

মধুমতী, আমি চির ঋণী তোমার ঐ হাসির কাছে।।

error: Content is protected !!