নমস্কার আমার নাম সাইনি রায়।আমি মূলতঃ কবি। নিজের নামের পাশাপাশি গার্গী ছদ্মনামেও লিখে থাকি।আমার জন্ম এবং বর্তমান নিবাস,ভারতবর্ষের পূর্বস্থিত রাজ্য পশ্চিমবঙ্গের অন্যতম জেলা হাওড়া শহরে।বাংলায় স্নাতকোত্তর,সাথে নাচ,গান,আঁকাও ভালো লাগে। বিগত তিনবছর ধরে আত্মরক্ষার পাঠ স্বরূপ ক্যারাটে শিখে যাচ্ছি।