সুজয় দিন ১০ হল আমেরিকা থেকে বহুদিন পর নিজের দেশে ফিরেছেন ছেলের সাথে। ফেরার পর থেকেই যেন একটু দুর্বল লাগছে। হতেই পারে। দুই দেশের আবহায়ায় অনেক পার্থক্য।
প্রশ্নাতীত প্রশ্নমালা
সশব্দ প্রশ্নরা নিঃশব্দ উত্তরে
নিঃশব্দ প্রশ্ন র সশব্দ উত্তরে
সশব্দ প্রশ্নর সশব্দ উত্তর
কিম্বা নিঃশব্দ প্রশ্ন নিঃশব্দ উত্তর
সব কিছু লিপিবদ্ধ প্রত্যাশা-
স্পর্শ
আমায় স্পর্শ করে সকালের রোদ্দুর
কিম্বা পূর্ণিমার জোৎস্না
অথবা উড়ে আসা ধূলো
নিদেন পক্ষে আমার পায়ের চটিজোড়া
যাদের কারোর প্রতি আমার স্পর্শকাতরতা নেই!
কবিতা তোমায়
কবিতা, তুমি আমার বুকে রক্ত ঝরাও,
চুপচুপে ভেজা অক্ষরগুলো সার দিয়ে দাঁড়ায়;
সেলফোনে আঙ্গুলের গতি আরো দ্রুত হয়,
কবিতা তুমি আমাকে বড্ড কাঁদাও।