পুজোর আগে ক্লাবগুলি জমে যেত । বাজেট , থিম প্যান্ডেল , আর সেক্রেটারি কে হবে – এই নিয়েই যাবতীয় দ্বন্দ্ব ।
বহু বছর ধরে রজত সেক্রেটারি হতে চাইছে । গুলবাজ হিসেবে সে অদ্বিতীয় ।
আলো দিতে গিয়ে যে জ্বলে গেলো…
সুইচ বোর্ডের পাকদন্ডী বেয়ে
পাখা আর টিউবলাইটে ভর করে তোর আত্মা নেমে আসে।
আয়নায় আমার পেছনে দাঁড়িয়ে
দেখে আমাদের বিয়ে হলে কেমন দেখাতো।
ফিরো ব্যস্ততার শেষে
শুধুই দেয়ার জন্য পুণ্যলগ্নে এই প্রবেশ, কেবলই স্থবিরতার
স্পর্সস্বরে নিজেকে জড়ানো, ভয় চেপে রেখে ভয়ের প্রতীক্ষা করা
কবিতা
কবিতা আমার কাছে ছিন্নভিন্ন প্রেমের অবশেষ
যেটুকু শব্দ থাকে জোড়া অক্ষরে বিন্যাসে, সব
পতিতালয়ের মত স্নিগ্ধ ও রোজগেরে
শাপমোচন
নাচছে দেখো হাঁসছে ওরা
হাওয়ার পিঠে ঘোড়সওয়ারী
ডাইনে বাঁয়ে ওপর নিচে
পেরিয়ে অনেক পৃথী বারি,