শব্দ . গল্প . কল্প
নাকের উৎরাই বেয়ে নেমে
আসে ঘামজল,
কাকের বিশ্রী ডাকে
ভাটা পড়েছে অনেককাল
কলকাতার পরতে পরতে
উষ্ণায়নের হাঁসফাঁস
তবু তোমার বিরাম নেই
একই বাক্যের ভিন্ন অস্তিত্বে তুমি
ওরা-আমরার বিভাজনে
দু’ফোঁটা বুঁদ হয়ে থাকার
জন্য এখনও হাতড়াই
গীতবিতান। আর ভাবি,
শূন্য থেকে ফের
শুরু হয় যদি—
চৌকাঠ ডিঙোবার সমর
দাঁড়িয়ে পড়ি, তোমার পা ছুঁই
চুপিসারে, গুরুদেব ভাবিনি কোনদিন,
আজও তুমি রবীন্দ্রনাথ ।
শ্যামসুন্দর গোস্বামী
লেখক পরিচিতির জন্য এখানে ক্লিক করুন
© 2020 Golpo cloud (গল্প cloud)
Golpo cloud, Cardiff, United Kingdom, CF24 1REE – golpocloud@gmail.com
This website has been developed on WordPress by Red Panda Digital Creations.