শব্দ . গল্প . কল্প
এই কি সেই ছাতিম গাছ ?
এরই নিচে তোমার আমার প্রথম সাক্ষাৎ
ছাতিমের উগ্রতা আমাদের পছন্দ নয়
তাই দূরে সরে এসে খেজুর গাছের তলায়
তোমার কস্তুরি ঘ্রাণ
আর মিহি ছাতিমের গন্ধ মিলেমিশে
প্রেম এসেছিল নিভৃত উল্লাসে ।
দু-হাত ডানার মতো মেলে
তুমি উড়ে যেতে চেয়েছিলে
কয়েক লক্ষ বছর পেছনে ,
ঘড়ির কাঁটা নিশ্চল
কয়েক হাজার বছর
স্থির ছিল সময় যেখানে ।
সেখানে কি ছিল
প্রেম আর প্রেমের স্পর্শের মাঝখানে
যোজন শূন্যতা ?
শুধুই শূন্যতা !
নেই আলো ? নেই অন্ধকার ?
মিহি হয়ে আসা ছাতিমের ঘ্রাণ ?
রঙ আর রঙের বিন্যাস ?
শরতে কি ছিল না
কাশফুল আকাশ ?
নরম রোদে মাটি শুকোতে শুকোতে
তুমি দেবী হয়ে ওঠো ,
ঢাক- কাঁসর বাজিয়ে
ধূপ ধুনোর গন্ধে
মোহ-কাম বিসর্জনে
আমিও মেতে উঠি !
আমিও কি মাটি ?
বসন্তে টের পাই ফের
প্রেম আর প্রেমের স্পর্শের মাঝখানে
যোজন শূন্যতা
শুধুই শূন্যতা !
নেই পাপ ? নেই মোহ ?
নেই স্রম্ভ্রম ? নেই স্নেহ ?
নেই ক্ষোভ ? নেই শোক ?
পলাশে- শিমূলে তুমিও
রাধিকা হয়ে ওঠো ।
শত যোজন দুরেও
থাকে দিন, থাকে রাত
কতবার ফিরে আসে মিহি ছাতিমের ঘ্রাণ
ঢাক- কাসরের বিসর্জন
পাপপুণ্যের অভিলাশ ,
শোক আর দূরত্বের সূর্যোদয় ।
আলো ফুটে তৈরি হয় অক্ষরমালা
অক্ষর আর অক্ষরের স্পর্শে শব্দবীজ,
শব্দে শব্দে তৈরি বোধ
প্রেম – অপ্রেম
স্মৃতি – অনুভূতি ।
শব্দ সৃষ্টি না হলে
আমরা কি পোশাক হীন হতাম ?
প্রেম আর প্রতিহিংসার কি জন্ম
হতো যোজন ?
কিভাবে বোঝাতাম
ছাতিমের মিহি গন্ধে সন্তুষ্ট আমরা ।
যুদ্ধ চাই না আর
এ কথা তো শব্দের অহঙ্কার !
তবে কেন ভুলে যায় মানুষ ?
তবে কি ফিরে যাব ফের
শব্দহীন যুগে ?
স্থির হয়ে ছিল সময় যেখানে ?
চলো গিয়ে দেখি,
শব্দও সৃষ্টির আগেই কি
যুদ্ধ শুরু হয়েছিল ?
অপেক্ষা করি,
জন্ম দেখি অক্ষরের ।
অক্ষর তৈরি করে শস্য
অক্ষর তৈরি করে ঘর
অক্ষর তৈরি করে প্রেম
অক্ষর তৈরি করে বিনাশ ।
অনন্ত বিনাশের পর
পুনর্জন্ম হয় আমাদের ।
পাশাপাশি শব্দ সাজাই তখন
বাক্য বাক্য খেলি ,
প্রেম আর প্রেমের স্পর্শের মাঝে
তখনও শূন্যতা থাকে
ভরাট কি হয় কখনও ?
শ্যাম সুন্দর গোস্বামী
লেখক পরিচিতির জন্য এখানে ক্লিক করুন
© 2020 Golpo cloud (গল্প cloud)
Golpo cloud, Cardiff, United Kingdom, CF24 1RE
E – golpocloud@gmail.com
This website has been developed on WordPress by Red Panda Digital Creations.