দানব দানবীরা

আকাশবাড়িদের মধ্যে হাঁটবার সময়

আধো অন্ধকার। আধো বনেদী আলোয় জাগে

মহার্ঘ্য রোমক শৌধমালা –

আঁধারাতে মাথা নাড়ে বাক্সবাদাম গাছ  

শৌধপ্রহরীদের সামনে জ্বলে থাকে

কাঠের অঙ্গারের হুতাশন আঁচ –

এই সন্ধিসময়

দানবীরা। নিজস্ব দানবের বুকে

 

কি সুখে ঘুমায়।

© 2020 Golpo cloud (গল্প cloud)

Golpo cloud, Cardiff, United Kingdom, CF24 1RE
E – golpocloud@gmail.com 

error: Content is protected !!