শব্দ . গল্প . কল্প
‘ঘুমপাড়ানি মিডিয়ামাসি মোদের ঘরে এসো
খাট নাই, সোফা নাই
ভয় পেতে বোসো। ধীরে ধীরে ফিরে চলো
সাত সাগরের পারে
অন্ধকারে জীবেরা সব
অন্ধকারেই মারে
সন্মুখে আঁধার দেখো
পশ্চাতের ক্ষয়-
কোটি টুকরো রামধনু
কাদায় পড়ে রয়।
হরি হরি বলোরে ভাই
পালা হইলো সার
জেনে রেখো; দানবলোকে
প্রতিরোধই উদ্ধার।
অনিন্দ্য দত্ত লেখক পরিচিতির জন্য ক্লিক করুন
© 2020 Golpo cloud (গল্প cloud)
Golpo cloud, Cardiff, United Kingdom, CF24 1REE – golpocloud@gmail.com
Website by Red Panda Digital Creations