jharbati

ঝুলছি এখনো আমি, যদিও প্রয়োজনে নেই আর,

হাওয়ার দমক থেকে থেকে এসে দোলায় আমার ঝাড়। 

কত জলসার সাক্ষী থেকেছি, কত মনভাঙ্গা গান,

ভিজিয়ে আসর, গেয়ে গেল কত, গহনা-মোহর-জান। 

বিজলীবাতির রোশনীর যুগে, আমার তকমা ‘অ্যাণ্টিক‘,

আজকের সময় ঘুরে ফিরে দেখে, মাথা তুলে বলে,“ঠিক, ঠিক”। 

অবহেলিত, আছি আমি টিঁকে, জানি আজ কোনো কাজে নেই,

আবার গর্ব আমাকেই নিয়ে, বনেদীয়ানার টিপসই। 

ফিরে দেখি যবে, মনে পড়ে তবে, ‘রোশনীরাণী’ নাম তার,

যার কঙ্কাল হয়ে দুলি আজ, নয়নে শুকায় বারিধার।

Profile Jayanta Banerjee

দুর্বার (জয়ন্ত ব্যানার্জী)

লেখক পরিচিতির জন্য এখানে ক্লিক করুন

© 2020 Golpo cloud (গল্প cloud)

Golpo cloud, Cardiff, United Kingdom, CF24 1RE
E – golpocloud@gmail.com 

error: Content is protected !!